২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জা পা নে র উ প ক থা অতি চালাকের গলায় দড়ি

-

(গত দিনের পর)
দানবনেতা বলে, না না। অদক্ষ নৃত্য নয় এটা। তুমি চমৎকার নেচেছ। এমন সুন্দর নাচের প্রশংসা করতেই হয়। আমরা দানবকুল বলে ভালো-মন্দ কি কিছুই বুঝি না? তোমার এ নৃত্যের মুদ্রাগুলো খুবই সুন্দর, শৈল্পিক মাধুর্যে ভরা। তোমাকে এবার কথা দিতে হবে হে মানব।
কী কথা মান্যবর রাক্ষস, বলুন। দানবনেতা বলে, কালকে এসেও তুমি নাচ দেখাবে আমাদের জলসায়। নেচে তৃপ্ত করবে আমাদের।
বৃদ্ধ ধন্যবাদ জানিয়ে বলে, আচ্ছা। কালও আসব আমি। এমন সময় দৈত্যদের মধ্য থেকে কাকঠোঁটি দৈত্যটি বলে, না না। আমরা বিশ্বাস করতে পারি না তোমার কথা। তুমি যদি কালকে না আসো? আরেক দৈত্য বলে, তাহলে এক কাজ করা যায়।
দানবনেতা বলে, কী কাজ?
দৈত্যটি বলে, মানুষটির কাছ থেকে কোনো মূল্যবান কিছু রেখে দেয়া হোক। এমন কিছু, যেটা ফিরে পেতে সে আবার আসবে আমাদের জলসায়।
(চলবে)


আরো সংবাদ



premium cement