২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জা না-অজানা ঘোড়া ঘুমায় দাঁড়িয়ে

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা ঘোড়া চেনো, তাই না? এটি একটি প্রাণী। বাহন হিসেবেও এ প্রাণীর ব্যবহার আছে। ঘোড়ার অদ্ভুত বৈশিষ্ট্য কী? দাঁড়িয়ে ঘুমানো। বলতে পারো কেন দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়ার দেহের কাঠামো এমনভাবে তৈরি যে, পা মুড়ে বসতে পারে না। তার পা মুড়ে বসার প্রয়োজনও হয় না। আর এতে ঘোড়ার কোনো কষ্ট বা ক্ষতিও হয় না। এ জন্য ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। ছবি : সংগ্রহ

 


আরো সংবাদ



premium cement