২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জা পা নে র উ প ক থা

অতি চালাকের গলায় দড়ি

-


(গত দিনের পর)

কী করে রান্না হবে? তাই সে বৃদ্ধকে বলে, ওগো শুনছো? ঘরে যে এক টুকরো লাকড়িও নেই। যাও তো, বন থেকে কিছু লাকড়ি কেটে নিয়ে আসো।
অনিচ্ছা সত্ত্বেও সে তার কুঠারটি কাঁধে নিয়ে চলে যায় বনে। বনটিও বেশি দূরে নয়। ওই যে পাহাড় দেখা যায়, ওটার কোল ঘেঁষেই বন। দিনটিও ছিল খুবই সুন্দর। হেমন্তের সকালের সূর্যের তাপ ছিল না বেশি। লোকটি ঝিরি ঝিরি কোমল হাওয়ায় চলে যায় বনে। তেমন কোনো কাজের তাড়া নেই তার। সারা দিনই তো পড়েই আছে। এমনি এক ভাবভঙ্গি নিয়ে অনেকগুলো লাকড়ি জোগাড় করে ফেলে সে। বাড়ি পর্যন্ত বহন করে নিয়ে যাওয়াটাই এখন কঠিন হয়ে পড়ে। অবশেষে সূর্য যখন মাথার ওপর থেকে পশ্চিম আকাশে হেলে পড়ে, সে লাকড়িগুলো পিঠে নিয়ে বাড়ির পথে রওনা হয়। (চলবে)


আরো সংবাদ



premium cement