২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জা না-অজানা

বাহনার রোং

-

ছোট্ট বন্ধুরা,

ভিয়েতনামের বাহনার উপজাতি এক ধরনের যৌথ বা এজমালি ঘর ব্যবহার করে। এ ঘরের নাম বাহনার রোং। এটি ব্যবহার করা হয় সাংস্কৃতিক, ধর্মীয় ও লোকসমাগমের কাজে। তার মানে এটি এক ধরনের সামাজিক বৈঠকখানা। গৃহহীনরাও অনেক সময় এখানে আশ্রয় নেয়।
বাহনার রোং বাহনার উপজাতির ঐতিহ্য। সব বাহনার গ্রামেই এ ঘর দেখা যায়। এটি বেশ উঁচু এবং এর চালা ঢালু। এ ঘর তৈরিতে সাধারণত বাঁশ ও কাঠের ব্যবহার দেখা যায়। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement