২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জা পা নে র রূ প ক থা বুড়ো বানরটি

-

(গত দিনের পর)

কসাইকে দেখে বানরটি ভয়ে বারান্দার এক কোণে কাঁচুমাচু হয়ে বসে থাকে। না জানি কপালে তার কী আছে।
মনিব বলে, না না। অপ্রয়োজনে ডাকিনি তোমাকে, মহাশয়। আমাদের বাড়িতে আজ এক কেজি মাংস পাঠিয়ে দিও। রাতে হেব্বি ডিনার হবে বাড়িতে। আমরা তিনজন খুব মজা করে ডিনার করব আজ।
কসাই বলে, তোমরা তিনজন? তিনজন পেলে কোথায়? ঘরে-বাইরে তোমরা তো মাত্র দু’জন। আর ওই বাচ্চাটি? ও তো আর খেতে পারে না।
মনিবের স্ত্রী কসাইকে এবার চোখের ইশারায় বানরকে দেখিয়ে দেয়। বলে, ওই যে বারান্দার কোণে বসে আছে। ওটিও তো আমাদেরই একজন। ওকে নিয়েই আমরা তিনজন।
মনিব বলে, হ্যাঁ। ঠিক তাই-ই। আমার পোষা বানরটি যে এ বাড়িরই একজন। ওকে নিয়েই আজ রাতে মহা আয়োজনে ডিনার হবে বাড়িতে। (শেষ)

 


আরো সংবাদ



premium cement