২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জা না-অজানা ভাইপার মাছ-১

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন ধরনের মাছ চেনো। হয়তো ভাইপার মাছ সম্পর্কেও জানো। এটি কেমন মাছ? গভীর সমুদ্রের হিংস্র শিকারি মাছ। দেহ ও দাঁতের গঠন সাপের মতো হওয়ায় এদের নাম ভাইপার মাছ হয়েছে। তবে ভাইপার মাছ ভাইপার সাপের মতো বিষাক্ত নয়। এদের দাঁত সাপের বিষদাঁতের মতো তীক্ষè ও সুচালো। সাধারণত প্রাণীদের দাঁত মুখের মধ্যে ঢাকা থাকে। কিন্তু এদের দাঁত এতই লম্বা যে মুখের ভেতরে রাখার জায়গা হয় না। দাঁতগুলো বেঁকে মুখের বাইরে এর চোখ পর্যন্ত পৌঁছে গেছে। এ কারণে এদের রূপ হয়েছে ভয়ঙ্কর দর্শন। এদেরকে মুখের এ রকম গঠন দেখে সহজেই চেনা যায়।
এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।

 


আরো সংবাদ



premium cement