২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সৌ দি আ র বে র রূ প ক থা দুই ভাই দুই পাখি

-

(গত দিনের পর)
এই কথা বলে সুন্দর পাখি চলে যায়। দুই ভাই ভীষণ অবাক। হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তারা। এ দিকে সন্ধ্যা গড়িয়ে গেছে। রাত বাড়ছে। ভয়বিহ্বল দুই ভাই তখন আর কী করে। আতঙ্কে গা কাঁটা দিচ্ছে তাদের। বড্ড শীত। খাওয়া-দাওয়ার কোনো খবর নেই। খাবারের খোঁজ পাওয়ার সম্ভাবনাও আর নেই। ভয়ে ভয়ে রাতটা সেই গহিন বনেই কাটিয়ে দেয়।
ভাগ্য ভালো তাদের। রাতে কোনো জীবজন্তু এসে হামলা করেনি। মোটামুটি শান্তিতেই ঘুমাতে পেরেছে তারা। ঘুম আসতে দেরি হয়েছিল বেশ। গভীর রাতে চোখ বুজে এসেছিল। সকালে ঘুম ভাঙল। তারা জেগে দেখে, বিচ্ছিরি পাখিটা চলে এসেছে। সে দেখতে খারাপ হলে কী হবে, মনে হয় তার মনটা ভালো। হাবভাবে সে রকমই বোধ হচ্ছে। রূপ না থাকলেও সৎ স্বভাবের পাখি সে। সব সময় অন্যের উপকার করে। কখনো কারো সাথে মিছে কথা বলে না।
(চলবে)


আরো সংবাদ



premium cement