২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জা না-অজানা

বায়ুকল

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বায়ুকল সম্পর্কে জানো? এটি কী? বিশেষ ধরনের পাখা লাগানো যন্ত্র। বাতাসের ধাক্কায় এর পাখা ঘোরে। বায়ুকল দিয়ে কী কাজ করা যায়? এ কলের সাহায্যে বিভিন্ন কাজ করা যায়। যেমনÑপানি তোলা, গম পেষাই ইত্যাদি। কোন দেশে প্রথম বায়ুকল কাজে লাগানো হয়? নেদারল্যান্ডসে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এ কল ব্যবহার করা হচ্ছে। এবার ছবি দেখো। মনে রেখো, বায়ুকলের ইংরেজি উইন্ডমিল।


আরো সংবাদ



premium cement