২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
পা পু য়া নি উ গি নি র রূ প ক থা

বনের অদৃশ্য ভূত

-

(গত দিনের পর)
ব্যাপক দৌড়াদৌড়িতে কাহিল অবস্থা বাপ-ছেলে উভয়েরই। পড়শিরা দেখল, প্রথমে বাবা দৌড়ে ফিরে এসেছে। তার পেছন পেছন চলে এসেছে তার ছেলে। দু’জনেই ক্লান্ত। কারো চেহারা থেকেই ভয়ের ভাব দূর হয়নি। এলোপাতাড়ি দৌড়াতে হয়েছে দু’জনকেই। পার হতে হয়েছে অনেক, অনেকটা পথ। কত পথ? সে বলা যাবে না। রাতভর চলেছে এই রহস্যময় দৌড়াদৌড়ির কাণ্ড।
শিকারি বাবা পষ্ট বুঝতে পারলেন, ছেলেই তাকে ওই কথাটি বলেছিল। ওকেই তিনি বনের প্রেতাত্মা বলে ভুল করেছেন। ছি ছি ছি। নিজের ওপর ভীষণ রাগ হলো তার। কী লজ্জা। সঙ্কোচে শরমে মুখ ঢাকলেন তিনি। সবাই জানতে পারলে লজ্জা আরো বাড়বে।
গাঁয়ের লোকেরা আরো তাজ্জব। আসল ঘটনা জেনে তারা হেসে বাঁচে না। এ ওকে বলছে এমন হতচ্ছাড়া কাণ্ডও লোকে করে? গ্রামবাসী হাসতে হাসতে এ ওর গায়ে ঢলে পড়ে। এমন মজাদার হাসির ঘটনা তারা এই প্রথম শুনল। বেশ অনেক দিন ধরে মজা করল তারা এই বিদঘুটে ব্যাপারটা নিয়ে। বন-প্রেতাত্মার পিছু নেয়ার প্রসঙ্গ উঠলেই সবাই হেসে কুটিপাটি হয়। (শেষ)

 


আরো সংবাদ



premium cement