২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

টিকার কথা

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই টিকা সম্পর্কে জানো। এর সাহায্যে অনেক রোগ প্রতিরোধ করা যায়। আজ থেকে ২০০ বছরেরও বেশি সময় আগে মানুষ টিকা আবিষ্কার করে। টিকাকে ইংরেজিতে কী বলে? ভ্যাকসিন (ঠধপপরহব) । এই ভ্যাকসিন শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ভ্যাক্কা (ঠধপপধ) থেকে, যার মানে গরু। বলতে পারো কেন এই ভ্যাক্কা বা গরু শব্দটি থেকে ভ্যাকসিন শব্দটি এলো? সেটাই প্রথম টিকা আবিষ্কারের ইতিহাস। তখন অনেক মানুষের শরীরে গুটি বসন্ত হতো। এ রোগে মারাও যেত অনেকে। এক সময় ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার লক্ষ করেন, যে গোয়ালিনী গরুর সংস্পর্শে থেকে গোবসন্তে আক্রান্ত হন, তার আর গুটি বসন্ত হয় না। গোবসন্ত মারাত্মক রোগ নয়, মানুষের গুটিবসন্তের তুলনায় বেশ মামুলি। এই পর্যবেক্ষণ থেকে তাঁর মাথায় ধারণা এলো, এক মানুষের শরীরে হওয়া গোবসন্তের গুটির রস যদি অন্য মানুষের শরীরে দিয়ে দেয়া যায় তাহলে হয়তো তার আর গুটিবসন্ত হবে না।

 

 

 


আরো সংবাদ



premium cement