২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান অভিযান

-

বিয়াল্লিশ.

ট্র্যাকটরকেও এখন আর যন্ত্র মনে হচ্ছে না ওর। ভয়ঙ্কর কোনো প্রাণী! মানুষখেকো জন্তু। প্রথমে ওকে কেটে টুকরো টুকরো করবে। তারপর গিলবে।
এতক্ষণে চিৎকার বেরোল তার।
দৌড়ে সরে যেতে চাইল।
কিন্তু যেতে দিলো না ওকে পাইপটা।
টেনে ধরে রাখল।
মাটিতে উপুড় হয়ে পড়ে হামা দিয়ে সরতে চাইল সে। তাতেও লাভ হলো না।
এগিয়ে আসছে ট্র্যাকটর মোয়ার!
তারপর হঠাৎ শুরু হলো শব্দ। এমন সব শব্দ, যেন আশপাশের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কারণটা বুঝতে সময় লাগল না। প্রচণ্ড বাধা পেয়েছে ব্লেডগুলো। পাইপটা কেটে পেঁচিয়ে গেছে ওটার গায়ে। ওভাবে বাধাপ্রাপ্ত হওয়ায় ব্লেড ঘোরা বন্ধ হয়ে গেছে। চাপটা গিয়ে পড়েছে ইঞ্জিনে। গিয়ার ফেঁসে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়েছে।
হঠাৎ খেয়াল করল, ঢিল হয়ে গেছে পায়ের টান।
নিচে তাকাল।
ছুটে গেছে পাইপ। কেটে যাওয়াতে প্যাঁচ খুলে গেছে। ( শেষ )


আরো সংবাদ



premium cement