২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চাঁদ কিভাবে সুন্দর হলো

-

(গত দিনের পর)
তোমার রূপের ঝরনাধারায় সিক্ত করো পৃথিবী। তোমার গায়ের জোছনা ছড়িয়ে দাও অলোকে ভূলোকে।’
ভোরের বাতাসে কে যেন আবার বলে ওঠে, চাঁদ তুমি এখনো ফিরে যাচ্ছো না! ‘চি-নিও’ যদি জীবন ফিরে পায়, যদি সে কথা বলে ওঠে, তাহলে সর্বনাশ! যদি সে বলে ওঠে, তোমাকে ভালোবাসি চাঁদ! তাহলে আকাশে আর ফিরে যেতে পারবে না তুমি! এই শ্বেতপাথরের মূর্তি হয়ে তোমাকেও থেকে যেতে হবে চিরকাল এখানে, এই ফুলবাগানে। তাই ফিরে যাও চাঁদ, তুমি ফিরে যাও। তুমি তো রাজকন্যার একার নও। তুমি সবার, তুমি সারা পৃথিবীর।
বাতাসে এমন দৈববাণী শুনে চাঁদ ধীরে ধীরে উঠে যায় আকাশে। মিলিয়ে যায় সে নীলের সাগরে। মিলে যায় তার আকাশ পরিভ্রমণের পথরেখায়। (চলবে)

 


আরো সংবাদ



premium cement