২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
চী নে র উ প ক থা

চাঁদ কিভাবে সুন্দর হলো

-

(গত দিনের পর)
চাঁদের এই মুখ ভার হয়ে থাকায় আকাশের তারারাও কষ্ট পেত। ফুলেরাও কষ্ট পেত। তারা বলত, আহারে বেচারা! বড় একা। কেউ তাকে ভালোবাসে না। এত্তবড় আকাশের এপাড় থেকে ওপাড়ে ছুটে যায়, অথচ একটুও প্রশংসা পায় না। কী আর বলি, এমন বিদঘুটে চেহারা চাঁদের। কে তাকে ভালোবাসতে যাবে? ভূমণ্ডল ও নভোমণ্ডলের সবাই যে সুন্দরের পিয়াসী।
চাঁদ মনের দুঃখ আর চেপে রাখতে পারে না। একদিন সে তারাদের কাছে যেয়ে বলে, আমি আর চাঁদ হয়ে থাকতে চাই না। তোমরা আমাকে তারা বানিয়ে দাও। তারা হয়েই থাকতে চাই আমি। দূর আকাশের গায়ে ছোট্ট বিন্দুর মতো একটি তারা হলেও চলবে। কী ঝলমলে তারাদের রূপ। আর দেখো, কী বিদঘুটে চেহারা আমার। এমন অসুন্দরও কেউ হয়!
চাঁদের কথা শুনে তারারা বলে, আমরা অসহায় বন্ধু! তোমাকে আমরা কী করে পাল্টে দেবো? এমন সাধ্য কি আছে আমাদের? (চলবে)

 


আরো সংবাদ



premium cement