২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
ইং ল্যা ন্ডে র রূ প ক থা

নিষ্ফলা আপেল গাছ

-

(গতদিনের পর)

তোমার দেয়া আপেল গাছটা ভীষণ ফালতু। কোনো কাজের না। তিন বছর পার হয়ে গেল। কিন্তু কোনো আপেল ফলেনি তাতে। আমি তাজ্জব হয়ে গেছি।
শহুরে ভাই নিশ্চুপ। ভাইয়ের সাথে সে গেল গ্রামের বাড়িতে। নিজ চোখে সব দেখল। গাছ কোনখানে লাগানো হয়েছে, কী তার অবস্থা? সব সরেজমিনে না দেখলে বোঝা যাবে না। সে কারণে শহুরে ভাই তার জরুরি কাজকর্ম ফেলে চলে এসেছে। গাছের আশপাশের পরিবেশ সে দেখল খুঁটিয়ে খুঁটিয়ে। দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনটা খারাপ হয়ে গেল। বেজার হয়ে বলল ভাইকে,
ভাই রে, এমন জায়গায় তুমি গাছটা লাগিয়েছ, যেখানে ঠাণ্ডা বাতাস বয়। দেখলাম, জায়গাটা ভীষণ স্যাঁতসেঁতে। এই গাছ যে বেঁচে আছে এখন পর্যন্ত, এটাই খুব আশ্চর্যের ব্যাপার। ঠিকমতো রোদ, পুষ্টি সে পায়নি। কেমন করে তোমাকে সে ফল দেবে? আসল ব্যাপার কি জানো? তোমার মনে ছিল লোভ আর সন্দেহ। সেটাই কাল হয়েছে। আপেল গাছের দোষ দিয়ে কোনো লাভ নেই।
(শেষ)


আরো সংবাদ



premium cement