২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইং ল্যা ন্ডে র রূ প ক থা নিষ্ফলা আপেল গাছ

-

(গতদিনের পর)

যেই ভাবা সেই কাজ। স্যাঁতসেঁতে জায়গায় বেচারা আপেল গাছের নতুন ঠিকানা হলো। কিন্তু হায়! প্রতিকূল জায়গায় লাগানোর ফলে গাছটার বাড়বাড়ন্ত হলো না তেমন। রোদ, পুষ্টি সে পেলে না, যতটা পাওয়া দরকার ছিল। গড়ন হলোই না ঠিকমতো।
দেখতে দেখতে বছরখানেক পার হয়ে গেছে। আপেল গাছে কোনো ফল ধরল না। দ্বিতীয় বছরও তাই। তৃতীয় বছরেও কিচ্ছু হলো না। মর জ্বালা। এটা কেমন গাছ? কার নজর লাগল রে ভাই? এই গাছ যে এমন অভিশপ্ত হবে, সেটা কে জানত? চাষি তো জানেই না যে রুগ্ণ অপুষ্ট গাছে কখনো ফল ধরে না।
চাষি তার শহুরে ভাইয়ের ওপর মহাবিরক্ত। কী ঠকানোটাই তাকে ঠকানো হয়েছে। অফলা, নিকৃষ্ট মানের একটা আপেল গাছ তাকে গছিয়ে দেয়া হয়েছে। এর পেছনে নিশ্চয়ই কোনো বদ মতলব আছে ভাইয়ের। না হলে এ রকম তো হওয়ার কথা নয়।
একদিন সে হানা দিলো ভাইয়ের বাড়িতে। চটেমটে ভাইকে বলল,
তুমি আমাকে ঠকিয়েছ।
(চলবে)


আরো সংবাদ



premium cement