২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ইং ল্যা ন্ডে র রূ প ক থা

নিষ্ফলা আপেল গাছ

-

(গতদিনের পর)

তাহলে কোন জায়গায়? রাস্তার পাশে যদি লাগানো হয়, তাহলে পথচারীদের চোখ থাকবে এই গাছের ওপর। টসটসে সুস্বাদু সব আপেল তারা নির্ঘাত লুটেপুটে খেয়ে ফেলবে। এটা হতে দেয়া যায় না। তাহলে উপায়? ঘরের দরজার পাশে যদি গাছটা লাগাই, কেমন হয় তাহলে? না গো, না। বাড়ির চাকর-বাকর, ছেলেমেয়েরা সবাই মিলে আপেলের দফারফা করে ফেলবে। সেটাও কাম্য নয়।
সমস্যা রয়েই গেল। জায়গা নির্বাচন করা যে এত কঠিন, সে কল্পনাও করতে পারেনি আগে। ব্যাপারটা ভীষণ গোলমেলে। আরো অনেক ভাবতে হলো। ভাবতে ভাবতে দুই দিন পার হয়ে গেল। শেষ অবধি ঠিক হলো, গোয়ালঘরের পেছনে গাছটা লাগানো হবে। সেখানে রোদ পড়ে না তেমন। ওখানেই আপেল গাছটা লাগালে সবচেয়ে ভালো হয়। রাস্তাঘাটের চোর-ছ্যাঁচড়দের চোখে পড়বে না তাহলে। আড়ালে-আবডালে আপেল গাছটা লুকানো থাকলে বেশ হয়। অনেকটা নিশ্চিন্ত থাকা যায় তাহলে।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement