২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইং ল্যা ন্ডে র রূ প ক থা নিষ্ফলা আপেল গাছ

-

দুই ভাই তারা। সহোদর। দুই ভাই ও একটি আপেল গাছ নিয়ে এই গল্পের সূচনা ও শেষ। একজন থাকে গ্রামে। অন্যজন শহরের বাসিন্দা। যে ভাইটি গ্রামে থাকে, তার পেশা হলো কৃষিকাজ। চাষবাসই তার জীবিকা। খেতখামার নিয়েই সময় কেটে যায় তার। সংসারও চলে এ দিয়ে। অপর দিকে শহরে যে থাকে, সে বড়সড় এক বাগানের মালিক। সেই বাগানে অজস্র ফলফলারির গাছ। এই বাগানের অনেক সুনাম। আশপাশের তো বটেই, দূর-দূরান্তের লোকজনও এই বাগানের খবর জানে। এক কথায় চিনে যায়।
একদিন চাষি গেল শহরে। ভাইয়ের বাড়িতে বেড়াতে। সুন্দর সুন্দর বাহারি গাছপালা দেখে সে মুগ্ধ। আহা, এমন চমৎকার বাগানও কী হয়! নিজের চোখে না দেখলে সে বিশ্বাসই করত না। বাগানের শ্রী-সৌন্দর্য দেখে অভিভূত। বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখ জুড়ানো বর্ণিল ফলন্ত সব গাছ। এক-একটার গড়ন ও বৈশিষ্ট্য একেক রকম। দেখে কী ভালো যে লাগে।
বাগান মালিক ভাই বিষয়টি খেয়াল করল। ভাই যে এত মুগ্ধ হয়েছে সেটা। মিষ্টি করে বলল তাকে,
ভেবো নারে ভাই। যাওয়ার সময় এখানকার একটা স্মৃতি নিয়ে যেয়ো তুমি। এই বাগান থেকে তোমাকে সবচেয়ে ভালো জাতের একটা আপেল গাছ আমি উপহার দেবো। অনেক অনেক আপেল ফলবে সেই গাছে। তুমি, তোমার ছেলেমেয়ে, এমনকি তাদের ছেলেমেয়েরাও সেই আপেল খেয়ে আনন্দ পাবে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement