২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান অভিযান

-

আট.
সেদিনকার মতো অসমাপ্তই থেকে গেল লেখক-নাট্যকার-পরিচালক সুজা পরিচালিত ও রেজা-জেরি-নেড অভিনীত ‘রক্তচোষা’ নাটকের শুটিং।

‘দারুণ হবে নাটকটা, দেখো,’ রাতে খেতে বসে রেজাকে বলল সুজা। ‘খাটনি আর ঝামেলা একটু যাচ্ছে বটে, তবে দেখার মতো একটা জিনিস হবে।’
‘কথাগুলো তো খাওয়ার পরও বলা যায়, নাকি?’ মা বললেন। ‘নাটক নিয়ে পাগল হয়ে গেছে একেবারে।’
হাতের মাংসের বাটিটা টেবিলে নামিয়ে রেখে রান্নাঘরে চলে গেলেন তিনি।
মুরাদ সাহেবও খেতে বসেছেন ছেলেদের সাথে। রুটি ছিঁড়ে মুখে দিলেন। জিজ্ঞেস করলেন, ‘তোমাদের নাটক শেষ হতে আর ক’দিন লাগবে?’
‘ঠিক বুঝতে পারছি না,’ জবাব দিলো সুজা। ‘গোলমাল লেগেই আছে। একটার পর একটা বাগড়া। দেরি হয়ে যাচ্ছে তাতে।’
‘গরমের ছুটিতে বাড়ি যাওয়ার আগে সারতে পারবে?’
ঠোঁট উল্টাল সুজা। ‘মনে হয় না।’
‘যতটা শুটিং করতে পারো, করে রেখে যাও। বাকিটা ফিরে এসে কোরো। নেড আর জেরিরা তো যাচ্ছে না, তাই না?’
‘নাহ্।’
রেজার দিকে ফিরল সুজা, ‘বাংলাদেশে গিয়ে একটা কাজ কিন্তু করতে পারি। সেদিন গেদু চাচা যে বাড়িটার ছবিগুলো পাঠালেন, বেড়ানোর ছুতোয় ওখানে চলে যেতে পারি আমরা। বাড়িটার বিভিন্ন জায়গার ছবি তুলে এনে আমাদের নাটকে জুড়ে দিলে, উফ্, যা হবে না! হরর নাটকে হরর সম্রাটের বাড়ির ছবি। এক্কেবারে খাপে খাপে বসে যাবে।’
(চলবে)


আরো সংবাদ



premium cement