২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জা না-অজানা

টমেটো

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা গতকাল জেনেছ টমেটো পুষ্টিকর। বলতে পারো এতে কী আছে? এতে রয়েছে আমিষ, বিভিন্ন ধরনের খাদ্যপ্রাণ (ভিটামিন), চর্বি, লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি। টমেটোর ভেষজ গুণ রয়েছে। এটি বুকের ব্যথা উপশমে সহায়তা করে, রক্তবিকার দূর করে। নিয়মিত পাকা টমেটো খেলে ওজন বাড়ে। চুলকানি দূর করতেও এটি সহায়ক। বড় হয়ে তোমরা টমেটোর গুণাগুণ সম্পর্কে আরো বেশি জানতে পারবে। ইচ্ছে করলে এটি নিয়ে গবেষণাও করতে পারবে, কেমন? এবার ছবি দেখো।
Ñইমরুল হাসান

 


আরো সংবাদ



premium cement