২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কে কী----------- কেন কিভাবে চীনের মহাপ্রাচীর তৈরি করা হয়েছিল কেন

-

আজ তোমরা জানবে সপ্তাশ্চর্য চীনের মহাপ্রাচীর সম্পর্কে । কী কারণে এ বিশাল প্রাচীর তৈরি করা হয়েছিল? নিরাপত্তার জন্য।
লিখেছেন লোপাশ্রী আকন্দ
তোমরা চীনের মহাপ্রাচীর সম্পর্কে নিশ্চয়ই জানো। কী কারণে এ বিশাল প্রাচীর তৈরি করা হয়েছিল?
এ মহাপ্রাচীর তৈরি হয়েছিল নিরাপত্তার জন্য। সে সময় মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনে অতর্কিত হামলা করত। তারা এমনই আচমকা হামলা করত যে তাদের দমন করার প্রস্তুতি গ্রহণের সময়ও থাকত না। এ নিয়ে দারুণ দুশ্চিন্তায় পড়ে যায় চীনবাসী। তারা চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলো এক বিশাল প্রাচীর বানিয়ে নিজেদের এলাকা ঘিরে দেয়া হবে। যাতে হঠাৎ করে কেউ হামলা করতে না পারে।
সে সময় চীন বিভক্ত ছিল খণ্ড খণ্ড রাজ্যে। এসব রাজ্যের মধ্যে একটির রাজা ছিলেন চি হুয়াদটি। তিনি তার প্রভাবে আশপাশের অন্য রাজাদের একত্র করে নিজে হন সম্রাট । তার উদ্যোগে পোহাই উপসাগরের কূলে শানসিকুয়ান থেকে কানসু প্রদেশের বিয়াকুশান পর্যন্ত তৈরি হয় চীনের মহাপ্রাচীর।
সপ্তাশ্চর্যটির দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৬৯৫ কিলোমিটার বা প্রায় ১ হাজার ৬৮৪ মাইল। এর উচ্চতা ৪.৫৭ থেকে ৯.২ মিটার বা ১৫ থেকে ৩০ ফিট। আর চওড়ায় প্রায় ৯.৭৫ মিটার বা ৩২ ফিট। চীনের প্রাচীর তৈরি করা শুরু হয়েছিল ২২১ খ্রিষ্টাব্দে। পাথর কেটে কেটে দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত মজবুত করে তৈরি করা হয় এ প্রাচীর।

 


আরো সংবাদ



premium cement