২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
কে কী কেন কিভাবে

পাইপ মাছ

-

আজ তোমরা জানবে পাইপ মাছ সম্পর্কে । এটি একধরনের সামুদ্রিক মাছ। এর দেহ সাপের মতো লম্বা। লিখেছেন লোপাশ্রী আকন্দ
আমাদের গ্রহে বিভিন্ন ধরনের আশ্চর্য মাছ রয়েছে। পাইপ মাছ এগুলোরই একটি। পাইপ মাছকে নল মাছও বলা যায়। এটি একধরনের সামুদ্রিক মাছ। দেহের গঠন লম্বা পাইপের মতো। বিশেষ করে এদের মুখ দেখলে নলই মনে হবে। পাইপের সাথে এত মিলের কারণেই এদের নাম পাইপ মাছ। সামুদ্রিক ঘোড়া বা সিহর্সের সাথে এদের অনেক মিল রয়েছে। সামুদ্রিক ঘোড়ার মতো এদের দেহেও রয়েছে বিচিত্র নকশা ও অপূর্ব সব রঙের উপস্থিতি।
পাইপ মাছের দেহ সাপের মতো লম্বা। পৃষ্ঠ-পাখনা এদের প্রধান চলন অঙ্গ। উদরীয়-পাখনা নেই। শুধু পৃষ্ঠ-পাখনায় ভর করে সাঁতার কাটে বলে সাঁতারের গতি খুব ধীর। তবে কিছু পাইপ মাছের সুগঠিত পুচ্ছ-পাখনা রয়েছে। এরা সাঁতারের সময় এ পুচ্ছ-পাখনা কাজে লাগায়। এ কারণে এরা দ্রুতগতিতে সাঁতার কাটতে পারে। কিছু প্রজাতির পাইপ মাছের সামুদ্রিক ঘোড়ার মতো লেজ রয়েছে, যা কোনো কিছু আঁকড়ে ধরার উপযোগী।
পাইপ মাছের প্রজাতি সংখ্যা প্রায় ২০০। অধিকাংশ প্রজাতিই সামুদ্রিক। অল্প কিছু স্বাদুপানিতে পাওয়া যায়।
এদের দেহের দৈর্ঘ্য ৩৫-৪০ সেন্টিমিটার পর্যন্ত হয়। অগভীর পানিতে শৈলশ্রেণীতে এরা বসবাস করে। বিভিন্ন ক্রাস্টাসিয়ান জীব এবং অন্যান্য ছোট প্রাণী এরা খাবার হিসেবে গ্রহণ করে।
পাইপ মাছের প্রজনন প্রক্রিয়া ভিন্ন ধরনের। প্রণয় নৃত্য প্রদর্শনের মাধ্যমে এরা প্রজনন প্রক্রিয়া শুরু করে। স্ত্রী পাইপ মাছটি পুুরুষটির দেহের নিচের অংশে প্রজনন থলিতে ডিম ছাড়ে। বাচ্চা ফোটার আগ পর্যন্ত পুরুষ মাছটিই ডিম বহন করে। বাচ্চা ফুটতে প্রায় সাত দিন সময় লাগে।


আরো সংবাদ



premium cement