২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

খাকসী

-

ছোট্ট বন্ধুরা,

আজ তোমরা জানবে খাকসী সম্পর্কে। এর অপর নাম বনসরিষা। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। এ গাছের বীজ ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে আইসোর্যামিন ও সিনিগ্রিন।
খাকসী স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করে। এটি উদ্দীপক। খাকসীর কফ নিঃসারক গুণ আছে। এটি জ্বর উপশমে সহায়তা করে। এ ছাড়া এর মূত্রকারক গুণও রয়েছে। কঠিন শব্দগুলো বুঝতে বড়দের সহায়তা নিতে চেষ্টা করবে। খাকসীর ইংরেজি রিষফ সঁংঃধৎফ এবং বৈজ্ঞানিক নাম ঝরংুসনৎরঁস রৎরড়. এবার ছবি দেখো।

Ñইমরুল হাসান

 


আরো সংবাদ



premium cement