২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কে কী------------- কেন কিভাবে পাথরের প্রাকৃতিক স্তম্ভ

-

আজ তোমরা জানবে প্রকৃতির বিস্ময় পাথরের প্রাকৃতিক স্তম্ভ সম্পর্কে । আয়ারল্যান্ডের উপকূলজুড়ে এরূপ পাথরের একটি বিশাল স্তূপ রয়েছে, যার নাম জায়ান্টস কজওয়ে।
লিখেছেন মৃত্যুঞ্জয় রায়

পাথরের আকৃতি কেমন হয়? অসম, গোল, লম্বা, ডিমের মতো। কিন্তু পৃথিবীতে এমন কিছু পাথরের সন্ধান পাওয়া গেছে যেগুলো অসম আকারের নয়, অদ্ভুত জ্যামিতিক নকশা ও আকৃতি বিশিষ্ট। আগ্নেয়গিরির পুরু ও উত্তপ্ত লাভাস্রোত যখন ঠাণ্ডা হতে শুরু করে তখন তা ভূমির সাথে সমান্তরাল তথা আনুভূমিকভাবে জমাট বাঁধে। কিন্তু যখন ফাটে তখন তা উল্লম্বভাবে ফাটে। এরূপ বেশির ভাগ ক্ষেত্রেই লাভা জমা পাথরগুলো তখন নিয়ত জ্যামিতিক নকশায় সুষম ষড়ভুজাকৃতি ধারণ করে। সেগুলো দেখে মনে হয়, কোনো মানুষ বোধহয় পাথর কেটে সেগুলো সুন্দর করে তৈরি করে রেখেছে। ষড়ভুজী সেসব পাথরখণ্ডকে মনে হয় মনুষ্যনির্মিত কোনো পাথরের মসৃণ স্তম্ভ। আয়ারল্যান্ডের উপকূলজুড়ে এরূপ পাথরের একটি বিশাল স্তূপ রয়েছে, যার নাম জায়ান্টস কজওয়ে। তবে এ ধরনের পাথরের বৃহত্তম স্তূপটি হলো উয়োমিংয়ের ডেভিলস টাওয়ার।

 


আরো সংবাদ



premium cement

সকল