২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

উ গা ন্ডা র রূ প ক থা অ ব ল ম্ব নে

ছাগল রাজার কাহিনী
-

(গত দিনের পর)

ছাগল রাজা ইগোধবি মনে মনে এমনটিই চাচ্ছিল। আর তাই সে বানিয়ে বানিয়ে প্রজাদের কাছে এই স্বপ্নের কথা বলে। প্রজাদের কথা শুনে ছাগল রাজা বনরাজ্যে ঘোষণা করে দিলো, আজ থেকে প্রতিটি পশুপাখি সন্ধ্যায় রাজভাণ্ডারে একমুঠো করে খাদ্যশস্য অথবা এক আঁজলা করে পানীয় জমা দিয়ে যাবে। কেউ এর অন্যথা করলে তাকে শূলে চড়ানো হবে।
রাজার আদেশ নতশিরে মেনে নেয় প্রজারা। মনে তাদের সাহস বেড়ে যায়। আগামী বছর যদি দুর্ভিক্ষ সত্যিই আসে, তাহলে এই জমানো খাবার খেয়েই বেঁচে থাকতে হবে।
পরদিন থেকেই বনের পশুপাখি রাজভাণ্ডারে খাদ্যশস্য এনে জমা দিতে থাকে। এভাবে একদিন, দুই দিন করে ছয় মাস কেটে যায়। দুর্ভিক্ষ এসে এখনো হানা দেয়নি বনরাজ্যে। ইতোমধ্যে ছাগল রাজার রাজত্বের মেয়াদকাল প্রায় শেষ হয়ে যায়। নির্বাচন করে পুনরায় প্রজাদের নতুন রাজা বানানোর সময় চলে আসে। (চলবে)


আরো সংবাদ



premium cement