২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
উ গা ন্ডা র রূ প ক থা অ ব ল ম্ব নে

ছাগল রাজার কাহিনী

-

(গত দিনের পর)

রাজার কথা শুনে অন্য পশুপাখির মুখ শুকিয়ে যায়। ভয় ও আতঙ্কের ছায়া পড়ে চোখে-মুখে। এখন উপায়! রাজার স্বপ্ন বলে কথা। এ স্বপ্ন তো সত্যি। দেশে চরম দুর্ভিক্ষ পড়বে। না খেয়ে মরবে অনেকে। অনেকে এ বন ছেড়ে অন্য বনে যাবে। নিজের মা-বাবা, আত্মীয়স্বজনকেও ভুলে যাবে অনেকে। ক্ষুধার জ্বালা যে কী জ্বালা, ভুক্তভোগীরাই জানে। সবার চোখেই এখন পানি। কথা নেই কারো শুকনো মুখে। গলা শুকিয়ে গেছে কারো।
অবশেষে একটি বিড়াল মিউ মিউ করে বলে, ‘হে মহামান্য রাজন, দুর্ভিক্ষ যদি সত্যিই এসে যায়, তাহলে কী উপায় হবে আমাদের? দুর্ভিক্ষ মোকাবেলা কিভাবে করব আমরা? আপনি আদেশ করুন। এখন থেকেই কিছু একটা করতে হবে, হে মহামান্য রাজন।’
বিড়ালের কথা শেষ হতেই হাঁস ও মুরগি প্যাঁক প্যাঁক আর কক্ করক্ করে ওঠে। তারপর বলেÑ হে মহারাজ, আমরা হাঁস-মুরগি পরামর্শ করে একটি উপায় বের করেছি। আপনি অনুমতি দিলে বলি। (চলবে)


আরো সংবাদ



premium cement