২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

উ গা ন্ডা র রূ প ক থা অ ব ল ম্ব নে ছাগল রাজার কাহিনী রূপান্তর

-

(গত দিনের পর)

উপস্থিত পশুপাখিরা সবাই চুপ। ভয়ে মুখ বিবর্ণ হয়ে গেছে সবার! কী বিপদই না অপেক্ষা করছে তাদের জন্য! কী কথাই না বলবে এখন রাজা। উপস্থিত সবাই একে অপরের দিকে তাকায়। দৃষ্টিতে থাকে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু কথা বলছে না কেউ। সবার মনে একটাই চিন্তাÑ কী বলবে রাজা এখন। কী এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে!
রাজা ফের বলতে শুরু করলÑ স্বপ্নে আমি দেখলাম দেশে চরম দুর্ভিক্ষ পড়েছে। খাদ্যের বড় আকাল। কোথাও খাবার নেই, পানি নেই। মাঠে শস্য নেই। নদীর পানি শুকিয়ে গেছে। চার দিকে শুধুই হাহাকার। ক্ষুধায় কাতর সবাই। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে অনেকের। খেতে না পেয়ে মারা যাচ্ছে কেউ। রাজা একটু থামল, তারপর আবার বলতে শুরু করলÑ স্বপ্নে আমি দেখলাম, আমার চোখের সামনে অনাহারে মারা গেল আমারই আত্মীয়স্বজন, ভাই-বেরাদার। এ কথা বলে ছাগল রাজা ভ্যাঁ ভ্যাঁ করে কান্নার ভান করল। সে বোঝাতে চায়, প্রজাদের জন্য তার কতই না মায়া, কতই না দরদ, কতই না মহব্বত!
(চলবে)

 


আরো সংবাদ



premium cement