২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

নৌকা বাইচ

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই ফুটবল, ক্রিকেট, গলফ, পোলো, ঘোড়দৌড়, স্কেটিং, স্কি-ইং ইত্যাদি খেলা সম্পর্কে জানো। বাইচ খেলাও হয়তো তোমাদের অজানা নয়, তাই না? বাইচ খেলা কী? নৌকা বাইবার প্রতিযোগিতাকে বলে বাইচ খেলা বা নৌকা বাইচ। কেউবা বলে বাচ খেলা। আমাদের দেশে সাধারণত বড় বড় বিল-বাঁওড়, নদী-খালে এ খেলা অনুষ্ঠিত হয়। বাইচ খেলা হয় সাধারণত কোন কালে? বর্ষাকালে। আগের তুলনায় বর্তমানে কম বাইচ খেলা হয়।
বাইচ খেলার ইংরেজি ইড়ধঃ জধপব. এবার ছবি দেখো।

 


আরো সংবাদ



premium cement