২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
জা পা নি উ প ক থা অ ব ল ম্ব নে

জাপানের দুই ব্যাঙের কথা

-

(গত দিনের পর)
কয়োটোর কথায় ওসাকা একটু গম্ভীর হয়ে পড়ে। যেন মহাজ্ঞানী সেজেছে সে। বিজ্ঞের মতো বলে, ‘বন্ধু, আমরা যদি আর একটুখানি লম্বা হতাম! আর যদি মানুষের মতো দু’পায়ে ভর দিয়ে সটান হয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম!’
‘তাহলে কী হতো বন্ধু?’ কয়োটো বলে, ‘খানিকটা লম্বা হলে কী এমন সুবিধা হতো আমাদের?’
ওসাকা সেই আগের মতোই বিজ্ঞের ভঙ্গিতে বলে, ‘তাহলে এই পাহাড়চূড়ায় এসে এখন সটান দাঁড়িয়ে যেতাম। তারপর দৃষ্টি মেলে দিতাম তোমার শহরের দিকে। কেমন তোমার শহরটা। আমার শহর থেকে কতটুকু পার্থক্য সেটা। কতটুকু ভিন্নতা সেখানে। আবার, তুমিও সটান দাঁড়িয়ে দেখতে পেতে আমার ওসাকা সিটিটা। দুটো সিটির পার্থক্য কিছুটা হলেও আন্দাজ করা যেত, কী বলো বন্ধু?’
‘তা ঠিক বলেছ তুমি’। কয়োটো বলে, ‘আমরা যদি আর একটুখানি লম্বা হতাম! আহ, লম্বা হওয়ার জন্য কী করা যায়? এসো তো বন্ধু, দু’জনে ওইখানটায় বসে একটু চিন্তা করি। লম্বা হওয়ার কোনো উপায় বের করা যায় কি না। চেষ্টা করে দেখি। সমস্যা যেখানে, সমাধানও কিন্তু সেখানেই লুকিয়ে থাকে।’
(চলবে)

 


আরো সংবাদ



premium cement