১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
জা পা নি উ প ক থা অ ব ল ম্ব নে

জাপানের দুই ব্যাঙের কথা

-

(গত দিনের পর)

‘অবশ্যই ! অবশ্যই। ঠিক বলেছো তুমি’, ওসাকা বলে, ‘এসো বন্ধু, এসো। বিশ্রাম নিই, খবরাদি নিই দু’জন।’
ব্যাঙ দুটো পাহাড়ের চূড়ায় একটি খাদের পাশে গিয়ে বসে। ওসাকা কয়োটোকে বলে, ‘তোমার নাম কী বন্ধু?’
কয়োটো বলে, ‘আমার নাম কয়োটো। কয়োটো নামের শহরে থাকি তো। তাই, নামটিও আমার হয়ে গেছে কয়োটো। তোমার নাম কী বন্ধু?’
ওসাকা বলে, ‘আমার নাম ওসাকা। শহরের নামে আমার নাম। শহরের নাম ওসাকা, আমার নামও ওসাকা! হা হা হা, ঘ্যাঙ ঘুঙ ঘুঙ’। আবার অট্টোহাসিতে ফেটে পড়ে দু’জন।
কয়োটো বলে, ‘আমাদের নামটা যে শহরের নামেই, এটা তো সবারই জানা। আমরাও যে জানি। তবে কেন এ জিজ্ঞাসা? হা হা হা! ঘ্যাঙ ঘুঙ ঘুঙ! কী অবাক কাণ্ডখানা! আমরা নাম জানি। তারপরও নাম জিজ্ঞেস করছি। হা হা হা। ঘ্যাঙ ঘোঙ ঘোঙ’!
কয়োটো এবার জিজ্ঞেস করে, ‘তা বন্ধু, তুমি এদিকে এই পাহাড় চূড়ায় এলে কেন?’
(চলবে)

 


আরো সংবাদ



premium cement