২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জা না-অজানা

রুক পাখি

-

ছোট্ট বন্ধুরা,
রুক কাকজাতীয় বেশ বড় কালো পাখি। এ পাখির মূল আবাসভূমি ব্রিটেন ও আয়ারল্যান্ড। তবে আইসল্যান্ড ও স্ক্যানডিনেভীয় দেশগুলোতেও এটি দেখা যায়। ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনকে বলে স্ক্যানডিনেভীয় দেশ। বুঝতেই পারছ রুক একটি বিদেশী পাখি।
এ পাখি ৪৫ থেকে ৪৭ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর পা সাধারণত কালো এবং এর ঠোঁট ধূসর কালো। রুক পাখি খায় কী? কেঁচো এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ।
এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
Ñইমরুল হাসান


আরো সংবাদ



premium cement