২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বেলুনমাছ আকর্ষণীয়

-

আজ তোমরা জানবে বেলুনমাছ সম্পর্কে। এটি ডায়োডোনটিডি পরিবারভুক্ত সামুদ্রিক মাছ। লিখেছেন মুহাম্মদ মাসুম বিল্লাহ
বেলুনমাছ আকর্ষণীয়। এটি নিশাচর শিকারি; দিনের বেলায় প্রবালের ফাঁকে লুকিয়ে থাকে। এরা এদের দাঁতগুলোকে একত্র করে মুখকে ঠোঁটের মতো করে শামুক, সামুদ্রিক আর্চিন ও হার্মিট কাঁকড়ার খোলক ফাটিয়ে ফেলতে পারে। শামুক, সামুদ্রিক আর্চিন, কাঁকড়াই এদের খাবার। পেলাজিক অঞ্চলের বিভিন্ন শিকারি মাছ, ডলফিন ও হাঙর এদের প্রধান শত্রু।
বেলুনমাছের বৈজ্ঞানিক নাম উরড়ফড়হ যড়ষড়পধহঃযঁং.
প্রকৃতির অপার বিস্ময় বেলুনমাছ। ফোলানো বৈশিষ্ট্য আর সৌন্দর্যের কারণে বিশ্বের কিছু অঞ্চলে বেলুনমাছ পর্যটকদের কাছে পছন্দনীয়। অনেক পর্যটক এ মাছ ক্রয় করে। অ্যাকুরিয়াম ব্যবসায়ও এদের জনপ্রিয়তা অনেক। এ মাছ আকর্ষণীয়।
বেলুন ডায়োডোনটিডি পরিবারভুক্ত সামুদ্রিক মাছ। এরা দেহের মধ্যে পানি ঢুকিয়ে দেহকে বেলুনের মতো ফুলিয়ে ফেলতে পারে বলেই সম্ভবত এদের নাম বেলুনমাছ।
পশ্চিম আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে ফ্লোরিডা, বাহামা, ব্রাজিলের দক্ষিণাংশসহ পৃথিবীর প্রায় সব সাগরেই এদের পাওয়া যায়। সমুদ্র-তলদেশের শৈলশ্রেণীতে এদের বসবাস। পানির উপরিভাগ থেকে ছয় থেকে ৩৫ ফুট গভীরতায় এরা চলাফেরা করে। বেলুনমাছের দেহের দৈর্ঘ্য আট থেকে ১৮ ইঞ্চি। দেহে লম্বা তীক্ষè কাঁটা রয়েছে। এরা যখন দেহকে ফুলিয়ে রাখে তখন এ কাঁটাগুলো খাড়া হয়ে থাকে। এদের চোখের ওপরে ও নিচে বাদামি রেখা রয়েছে। পুচ্ছ, পৃষ্ঠ ও বক্ষ-পাখনার মাধ্যমে এরা প্রবালের মধ্য দিয়ে ধীরগতিতে চলতে পারে।
হুমকির মুখে পড়লে অথবা ভয় পেলে বেলুনমাছ এদের দেহের ভেতরে পানি ঢুকিয়ে দেহকে বেলুনের মতো ফুলিয়ে ফেলে। এ সময় এদের তীক্ষè লম্বা কাঁটাগুলো শজারুর কাঁটার মতো খাড়া হয়ে থাকে। দেহের এ অবস্থা দেখে তখন সম্ভাব্য শত্রু ভয়ে পালিয়ে যায়। এ ছাড়া উত্তেজিত হলে এরা গায়ের রঙও পরিবর্তন করতে পারে।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement
কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’

সকল