২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রবাদ - প্রবচন

-

পাপের বেলা ছালা ছালা,
নেকির বেলা কাঁচকলা।
ব্যাখ্যা : পুণ্যপথে খরচ করতে কুণ্ঠিত পাপীকে তিরস্কার প্রসঙ্গে এ কথা বলা হয়।

থাকতে দিলো না ভাত-কাপড়,
মরলে করবে ‘দান সাগর’।
ব্যাখ্যা : কেউ কারো বর্তমান প্রয়োজন না মিটিয়ে ভবিষ্যতের জন্য বড় আশা প্রকাশ করে, সে আশাদানে নৈরাশ্য প্রসঙ্গে একথা বলা হয়।

পচা আদা, ঝালে গাদা।
ব্যাখ্যা : পচা আদার যেমন ঝাল যায় না, তেমনি দুষ্টলোকের স্বভাবদোষ ও দুর্বুদ্ধির কোনো হেরফের হয় না কখনো।

 


আরো সংবাদ



premium cement