২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
সু দা নে র রূ প ক থা  

তিন তিনটি সেদ্ধ ডিম

-

(গত দিনের পর)
রাজপুত্র অনুরোধ করল তাকে,
Ñ আরো একটা ডিম খাও।
বিনয়ে গদগদ হয়ে মন্ত্রীপুত্র বলে,
Ñ না না। একটাতেই হবে আমার।
মায়ের কথা মনে পড়ে গেল রাজপুত্রের। মন্ত্রীপুত্রকে বন্ধুর তালিকা থেকে খারিজ করে দিলো এরপর।
এক বিচারকের ছেলের খোঁজ পেয়েছে রাজপুত্র। কয়েক দিন মেলামেশার পর তাকে রাজবাড়িতে নেমন্তন্ন করা হলো। সকালের নাশতার দাওয়াত। যথারীতি টেবিলে অন্য খাবার-দাবারের সাথে রাখা আছে তিনটি সেদ্ধ ডিম। বিচারকের ছেলে যে কাণ্ড করল, তা দেখে রাজপুত্র হতবাক। সেই ছেলে গপাগপ তিনটি ডিমই খেয়ে ফেলল একে একে। রাজপুত্র ওর সাথে বন্ধুত্ব করবে না বলে সিদ্ধান্ত নিলো, এই ঘটনা দেখে।
পরবর্তী বন্ধুটি এক ধনী ব্যবসায়ীর ছেলে। তার নাশতার টেবিলে তিনটি ডিম এনে রাখা হলো নিয়মমতো। সে রীতিমতো অবাক। বিস্মিত হয়ে বলে উঠল,
Ñ এটা কেমন ধরনের নাশতা?
সে কোনো ডিমই খেল না। রাজপুত্র ভেবেচিন্তে এর কারণ খুঁজে বার করল। কারণ, হচ্ছে বাবার প্রচুর ধনসম্পত্তি থাকায় সে অহঙ্কারী হয়ে উঠেছে। সুতরাং বন্ধুর তালিকা থেকে এই ছেলেও বাদ।
(চলবে)


আরো সংবাদ



premium cement