২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রবাদ - প্রবচন

-

নীচে যদি উচ্চ ভাষে,
সুবুদ্ধি উড়ায় হেসে।
্ব্যাখ্যা : অসৎ লোকের মুখে বড় কথা বা গালমন্দ শুনলেও তা সুবুদ্ধিসম্পন্ন মানুষ বিশ্বাস করেন না বা রাগান্বিত হন না।
যেখানে নাইকো মান,
সেখানে ছাড়ি পাকা ধান।
ব্যাখ্যা : যেখানে যোগ্য ব্যক্তির সম্মান নেই, সেখানে যেকোনো লাভ পরিত্যাজ্য।
মামু বড় ভাল ভাইছে,
কলা খাইয়া বাকল দিছে।
ব্যাখ্যা : আত্মীয়স্বজনের উপহারের ছলনা প্রকাশ পেলে এ কথাটি দৃষ্টান্ত হিসেবে বলা হয়।

 


আরো সংবাদ



premium cement