২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
সু দা নে র রূ প ক থা

তিন তিনটি সেদ্ধ ডিম

-

এক যে ছিলেন রাজা। তার একটিই
সন্তান। ছেলেটির বয়স কম। রাজা বুড়ো হয়েছেন। এক সময় রোগে ভুগে মারা গেলেন তিনি। ডাক্তার-বদ্যিরা হাজার চেষ্টা করেও রাজাকে বাঁচাতে পারলেন না। রাজপুত্র মাত্র কিশোর। ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এই কাজ এখন একা রানীর। রাজপুত্রের বন্ধুবান্ধব তেমন একটা নেই। রানী খুবই বুদ্ধিমতী। তিনি ভাবলেন, তারও বয়স হচ্ছে। কদ্দিন বাঁচবেন তার নেই ঠিক। ছেলেকে দরকারি কিছু পরামর্শ দেয়া দরকার। সেগুলো ওর জীবনে কাজে লাগবে।
রানী একদিন ডাকলেন ছেলেকে। বললেন,
Ñ বাপধন, এক সময় তুমিই এ দেশের রাজা হবে। যখন সিংহাসনে বসবে, অনেকেই বন্ধু হতে চাইবে তোমার। এই বন্ধুতা করতে চাওয়ার ব্যাপারটির মধ্যে ‘কিন্তু’ আছে। তোমার প্রতি সত্যিকারের আকর্ষণে ওরা কাছে ঘেঁষবে না। তোমার বিত্ত, প্রতিপত্তি ও ক্ষমতার জন্যই তারা ঘনিষ্ঠ হতে চাইবে। আমি চাই যে তোমার খাঁটি বন্ধু, তার সাথেই তুমি মেলামেশা করবে।
রাজপুত্র জানতে চায়,
Ñ কিন্তু মা, আমি খাঁটি বন্ধু চিনব কী করে?
(চলবে)

 


আরো সংবাদ



premium cement