২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
ফিলিপাইনের রূপকথা

চাঁদের গায়ে কেন কলঙ্ক

-

সে অনেককাল আগের কথা। বিশাল সৌরজগতের প্রধান দুই বাসিন্দা ছিল চাঁদ আর সূর্য। ছোট, বড়, মাঝারি আরো আরো অনেক গ্রহ-নক্ষত্রও ছিল। তাদের কথা অবশ্য এই গল্পে নেই। আমাদের এখনকার গল্প জমে উঠবে চাঁদ আর সূর্যের মধ্যে। বহু-বহুকাল ধরে একসাথে রয়েছে তারা। দু’জনার মধ্যে ভালোই মিলমিশ ছিল। একজন আরেকজনের ভালো বন্ধু ছিল। সব্বাই তাদের প্রশংসা করত। বলত, এমন বন্ধুত্ব সচরাচর দেখা যায় না। কিন্তু হায়! চিরকাল এক রকম যায় না কোনো কালেই। বিশ্রী ধরনের ওলটপালট ঘটে যায় হঠাৎই। বড়ই দুর্ভাগ্যের বিষয়, তাদের সেই বন্ধুত্ব টিকল না বেশিদিন। সামান্য একটা বিষয় নিয়ে দু’জনার মধ্যে একদিন প্রচণ্ড ঝগড়া হলো। সামান্য কথা কাটাকাটি শুরু হলো প্রথমে। তারপর সেটা রূপ নিলো মারাত্মক মনোমালিন্যে। খুব খারাপ পরিণতি হলো সেই বাগি¦তণ্ডার।
[চলবে]


আরো সংবাদ



premium cement