২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
লা ও সে র রূ প ক থা

উল্টাপাল্টা স্বপ্নের পরিণাম

-

(গত দিনের পর)

ওর সাথে যাওয়া গেল না। মহা জরুরি একটা কাজ পড়ে গেছে তো, সেজন্য। মনটা কেমন খচখচ করছিল তাই। আহা রে! ছেলেটাকে সঙ্গ দিতে পারলাম না। সব দিন তো আমার সাথেই আসা যাওয়া করে। একা একা ইশকুলে যাওয়ার অভ্যাস নেই ওর। মনটা কেমন বেজার বেজার ছিল ওর। কচি টলটলে মুখটা ম্লান হয়ে গিয়েছিল। আফসোস! মনটা কেমন যেন ভার ভার ছিল আমার। কু ডাক ডাকছিল মনটা। ভীষণ অস্থির অস্থির লাগছিল। যেমন যেমন আশঙ্কা করছিলাম, সেরকমই বিশ্রী খারাপ ঘটনাই ঘটে গেল। আহা রে! কী দুর্ভাগ্য আমার এবং আমার পরিবারের। সর্বনাশ হয়ে গেল।
বিকেলে ইশকুলের ছুটি। ছেলেটি একা ফিরছিল। হঠাৎই বাজে একটা ঘটনা ঘটে গেল। বলা নেই, কওয়া নেইÑ কোত্থেকে একটা পাগলা কুকুর এসে তাড়া করল ওকে। ছেলের পায়ে কুকুরটা কামড়ে দিয়েছে। রক্তভেজা পা নিয়ে ছেলে ফিরে এসেছে বাড়িতে। শয়তান পাগলা কুকুরটাও এসেছে ওর পিছু পিছু। হয়তো আবারো কামড়াতে চায় ওকে। ছেলের রক্তাক্ত পা দেখেই মাথায় রক্ত চড়ে গেল আমার।
ভীষণ জোরে চিৎকার করে উঠলাম আমি।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement