২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

লা ও সে র রূ প ক থা উল্টাপাল্টা স্বপ্নের পরিণাম

-

(গত দিনের পর)

ছেলে আমার কথার অবাধ্য হয় না কখনো। সব সময় সে অনুগত হয়ে মেনে চলে আমার কথা। আদেশ নির্দেশ। যখন যেটা বলি, সেটা। আমার মাথায় ওর ভালোর চিন্তাই থাকে সারাক্ষণ।
এর পরের ভাবনাটাও ভেবে নিই।
অবশেষে ওর ইশকুলে যাওয়ার দিন এসে গেল। আজই প্রথম দিন। বড় আনন্দের দিন আজ। এই শুভ দিনটার জন্যই আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এত দিনের অপেক্ষা আজ শেষ হতে চলেছে। মহাপ্রভুকে অনেক ধন্যবাদ।
প্রথম দিন ওকে ইশকুলে আমিই নিয়ে যাবো। ছুটির পর আমার সাথেই বাড়িতে ফিরে আসবে। চেষ্টা করব, প্রতিদিনই যেন ওকে নিয়ে ইশকুলে যেতে পারি।
এভাবে দিন যেতে থাকবে। একদিন আমি ব্যস্ততার জন্য ওকে নিয়ে ইশকুলে যেতে পারলাম না। ও একাই গেল। অঘটনও ঘটে গেল সেদিন। উহ, ভীষণ ভয়ঙ্কর সেই ঘটনা। ভাবলেই আমার গায়ে কাঁটা দেয়। সারা শরীর শিরশির করে ওঠে। আতঙ্কে হিম হয়ে যায়। হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে যেতে চায়। ওম্মাগো, এমন ঘটনা যেন কারো জীবনে কখনো না ঘটে।
ইশকুল আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়।
(চলবে)


আরো সংবাদ



premium cement