২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
লা ও সে র রূ প ক থা

উল্টাপাল্টা স্বপ্নের পরিণাম

-

(গত দিনের পর)
তখন আমাকে বিয়ে করতে হবে। গুড আইডিয়া। সুন্দরী দেখে একটা লক্ষ্মীমন্ত বউ আনতে হবে ঘরে। সে নিত্যদিনকার কাজকর্মে আমাকে সহায়তা করবে। করতে তাকে হবেই। কারণ, এই সংসার তো আমার একার নয়। তারও। ব্যস। আমার দুশ্চিন্তা কমে যাবে অনেকটাই। এত বড় গরুর পাল নিয়ে আমাকে আর হিমশিম খেতে হবে না। তাকে নিয়ে আমার সুখের সংসারে হাসি আনন্দ উপচে পড়বে নিত্যদিন।
বউ তো হলো। তারপর কী? তার পরের ঘটনা নিয়েও ভাবতে হবে আমাকে। এখনই ভাবনাচিন্তা করতে হবে। সে আমার ছেলের মা হবে।
সেই ছেলেকে ভীষণ ভালোবাসব আমি। সে হবে আমার নয়নের মণি। আদরের পুত্তলি। সব সময় চোখে চোখে রাখব ওকে। অনেক আদর যতœ ¯েœহ দিয়ে তাকে বড় করে তুলব আমরা দু’জন মিলে। ছেলেকে নিয়ে আমাদের স্বপ্ন, আশা-আকাক্সক্ষা অনেক। আকাশের মতো বিশাল সেই স্বপ্ন ও আশা।
ছেলেটি অবশ্যই হবে অনেক অনেক বুদ্ধিমান। চালাক চতুর। চটপটে। বোকাসোকা হলে চলবে না রে ভাই। বোকা লোকেরা দুনিয়ায় ভীষণ ঠকে। লোকজন তুচ্ছতাচ্ছিল্য করে তাদের। সুতরাং ওর বোকা হওয়া পোষাবে না। চোখা বুদ্ধি থাকবে ওর। আমার ও আমার বউয়ের চেয়েও বেশি। (চলবে)

 


আরো সংবাদ



premium cement