১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

প্রবাদ - প্রবচন

-

পচা আদা, ঝালে গাদা।
ব্যাখ্যা : পচা আদার যেমন ঝাল যায় না, তেমনি দুষ্টলোকের স্বভাবদোষ ও দুর্বুদ্ধির কোনো হেরফের হয় না কখনো।

কুকাষ্ঠ যদিও থাকে চন্দনের বনে, কখনো সুগন্ধি নয় চন্দনে গুণে।
ব্যাখ্যা : সাধু সঙ্গে থাকলেও জাত-স্বভাবের পরিবর্তন হয় না।

কিল আর তেল,
পড়লেই গেল।
ব্যাখ্যা : কিল কারো গায়ে মারলে কিংবা তেল মাটিতে পড়লে তো আর তুলে নেয়া যায় না। অপমানের দৃষ্টান্ত অর্থে বলা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement