২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টুক্যান

-

আজ তোমরা জানবে টুক্যান সম্পর্কে । অনুপম সৌন্দর্যের কারণে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাখিদের মধ্যে অন্যতম । লিখেছেন মুহাম্মদ মাসুম বিল্লাহ
জনপ্রিয় পাখির সংখ্যা অনেক। কোনোটি জনপ্রিয় এর অনুপম সৌন্দর্যের কারণে। কোনোটি এর অসাধারণ বৈশিষ্ট্যের কারণে জনপ্রিয়। যেমন ময়ূর জনপ্রিয় এর দৃষ্টিনন্দন সৌন্দর্যের জন্য। আবার ময়নাকে পছন্দ করি এর কথা বলার ক্ষমতার জন্য। বিশেষ শারীরিক গঠনের কারণেও কোনো কোনো পাখি জনপ্রিয় হয়। এমনই এক পাখি টুক্যান। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাখিদের মধ্যে অন্যতম। এটি জনপ্রিয় এর ১৯ সেন্টিমিটার লম্বা রঙিন ঠোঁটের জন্য। তবে এ লম্বা ঠোঁট দেখে অনেকেরই পিলে চমকে যেতে পারে। এত বড় ঠোঁট দিয়ে আঘাত করলে আর বুঝি রক্ষা নেইÑ এরকমটাই মনে হবে। তবে সত্যিকার অর্থে এ ঠোঁট এতটা ভয়ঙ্কর নয়, যতটা দেখে মনে হয়। অস্ত্র হিসেবে এদের ঠোঁট মোটেই উপযুক্ত নয়। কারণ ঠোঁটের ভেতরটা ফাঁপা। ঠোঁট দিয়ে আত্মরক্ষামূলক তেমন কিছু করতে না পারলেও অন্তত শিকারি পাখি বা শত্রুকে ভয় দেখাতে পারে। তবে খাবার সংগ্রহের হাতিয়ার হিসেবে এ ঠোঁট অনেক উপকারী। ঠোঁট লম্বা হওয়ার কারণে এরা গাছের ডালের দুর্বল অংশে না গিয়ে দূর থেকেই ফল খেতে পারে। টুক্যান পাখি ফল ছাড়াও বিভিন্ন ধরনের পতঙ্গ, ছোট পাখি, পাখির ডিম ও টিকটিকিও খায়।
টুক্যান পাখির গায়ের রঙ উজ্জ্বল হওয়ার কারণে এরা গ্রীষ্মমণ্ডলীয় বনের বিচিত্র আলোছায়ার মধ্যে মিশে যেতে পারে। এ সময় এদের খুঁজে পাওয়া মুশকিল।
টুক্যানের দেহের দৈর্ঘ্য ৬৩ দশমিক পাঁচ সেন্টিমিটার। ওজন ৫৫০ গ্রাম। এরা গাছের গর্তে বাসা তৈরি করে। স্ত্রী টুক্যান বছরে দুই থেকে চারটি ডিম পাড়ে। জন্মের সময় টুক্যানের ঠোঁট লম্বা থাকে না। ঠোঁট লম্বা হতে কয়েক মাস লেগে যায়। আমেরিকার আদিবাসীরা একে পবিত্র পাখি হিসেবে শ্রদ্ধা করে। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনে টুক্যান পাখি বসবাস করে।


আরো সংবাদ



premium cement