২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জা পা নে র রূ প ক থা জিব কাটা ময়না

-

(গত দিনের পর)
অবশেষে বুড়ো সব খুলে বলে বুড়িকে। কিভাবে সে ময়নার খোঁজ পেল। কিভাবে তার বাড়িতে গেল। কী কী খাবার খেলো, সব বলে দেয়। কিভাবে পাখিরা তাকে গান শুনাল, নাচ দেখাল। বুড়ো আরো বলে, ময়না পাখিটা আসলে শুধু একটি পাখি নয়। সে হলো পক্ষীপরী। ওই বনের অন্য পাখিদের রানী সে। জিব কাটা ময়নার জিবটাও আর কাটা নেই। ভালো হয়ে গেছে। সে আগের মতোই স্পষ্ট করে কথা বলতে পারে।’
বুড়ো আবেগাকুল হয়ে বুড়িকে আরো বলে, ‘আসলে মধুকণ্ঠি আমাকে আরো বড় একটি বাক্স উপঢৌকন দিয়েছিল। কিন্তু আমি আনিনি। আমার বড় লজ্জা হলো। কত কষ্টই না দিয়েছি পাখিটাকে। এর পর এত বড় একটি বাক্স উপহার নেই কী করে? তাই আমি বড় বাক্সটি নেইনি। নিয়েছি এই ছোট বাক্সটি।’
এ কথা শোনার সাথে সাথে বুড়ির চোখমুখের আদল বদলে যায়। সে বলে, ‘কী! কী বললে তুমি বোকার মতো? আবার বলো তো। তুমি বড় বাক্সটি রেখে এসেছ। কী আশ্চর্যের কথা শোনালে আমায়!’
বুড়ির উল্লাসিত মন হঠাৎ ভয়ঙ্কর রূপ নেয়। লোভ আর লালসায় চিকচিক করে ওঠে তার চোখ।
(চলবে)


আরো সংবাদ



premium cement