২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
জানা-অজানা

যান-৩

-

ছোট্ট বন্ধুরা,
যান কাকে বলে তা তোমরা ইতোমধ্যেই জেনেছ, তাই না?
যান সাধারণত তিন প্রকারÑ জলযান, স্থলযান ও আকাশযান।
আজ তোমরা জানবে
স্থলযান সম্পর্কে।
তোমরা সবাই স্থলযান চেনো। এর ব্যবহার শুরু হয় কখন? প্রাচীনকালে। প্রথম দিকে ঘোড়া, উট, হাতি ইত্যাদি পশু যান হিসেবে ব্যবহার করা হতো। এগুলোতে চড়ে মানুষ দূরে যেত এবং মাল বহন করত। অনেক পরে চাকা আবিষ্কার হয় এবং এ চাকা গাড়িতে ব্যবহার শুরু হয়। মানুষ চাকাযুক্ত ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ইত্যাদি ব্যবহার করতে থাকে। ১৯ শতকে কলের বা যন্ত্রচালিত গাড়ির ব্যবহার শুরু হয়। যেমনÑ রেলগাড়ি ও মোটরগাড়ি। রেলগাড়ি, বাস, ট্রাক, জিপ প্রভৃতি যন্ত্রচালিত কলের গাড়ি তোমরা নিশ্চয়ই দেখেছ। কেউ কেউ ব্যবহারও করেছ।

 


আরো সংবাদ



premium cement