২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জানা-অজানা বাবলাগাছ

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা বাবলাগাছ নিশ্চয়ই চেনো। এর কাণ্ড ও শাখা-প্রশাখা সবটাই কণ্টকার্কীর্ণ। তার মানে এ গাছে অনেক কাঁটা। নাগেশ্বর ফুলের পাতার সাথে বাবলা পাতার সাদৃশ্য আছে।
বাবলা ছালের ক্বাথ পুরনো উদরাময় নিরাময় করে। এ ছাড়া এর আরো ঔষধি গুণ আছে। বড় হয়ে তোমরা এ বিষয়ে জানতে পারবে।
বাবলাগাছ বেশ উঁচু হয়Ñ প্রায় ১৫ থেকে ২০ হাত। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে আঁকতেও পারো।

 


আরো সংবাদ



premium cement