২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান

-

ছয়.

গোল্ডের দরজার সামনে গিয়ে দাঁড়াল বিগ্স্। টোকা দেয়ার আগেই খুলে গেল দরজা।
‘তার মানে বিগ্স্ আসবে গোল্ড জানে,’ ফিসফিস করে বলল সুজা। ‘আরেকটু কাছে যেতে পারলে ভালো হতো। কী বলে শুনতে পারতাম।’
পা টিপে টিপে এগোল দু’জনে। কেবিনের পাশ ঘুরে এসে জানালার কাছে দাঁড়িয়ে কান পাতল। বিগ্স্কে বলতে শুনল, ‘আগুন লাগানো, বোমাবাজি, এসব কিন্তু মোটেও পছন্দ হচ্ছে না আমার!’
‘এসব আমাকে বলছো কেন?’ রেগে গেল গোল্ড।
‘কোম্পানির বদনাম হয়ে যাচ্ছে,’ বিগ্স্ বলল। ‘এই শয়তানি বন্ধ করা দরকার।’
গোল্ডও চেঁচিয়ে উঠল, ‘আমাকে ধমকানোর তুমি কে? আমার যা খুশি আমি করব। আগুন লাগাতে ইচ্ছে করলে লাগাব, বোমা মারতে ভালো মারব। তোমার গা জ্বালা করলে ইউকন নদীতে ঝাঁপ দিয়ে ঠাণ্ডা করোগে।’
সুজার দিকে তাকাল রেজা। এক ভুরু উঁচু করল। গোল্ডের কথায় মনে হচ্ছে অপরাধগুলো সে-ই করেছে।
‘তুমি ভাবছো এসব করে কোম্পানির মস্ত উপকার করছো?’ বিগ্সের ঝাঁজাল কণ্ঠ। ‘এমনিতেই পরিস্থিতি ভীষণ নাজুক। শহরের লোকের মানসিকতা এই ভালো তো এই মন্দ। কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। এখন এসব দুর্ঘটনা ঘটতে থাকলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে বুঝতে পারছো না?...আমি এসব বন্ধ করাব। বুঝলে, করিয়ে ছাড়ব?’
‘আমার বাড়িতে এসে আমাকেই ধমক!’ গর্জে উঠল গোল্ড।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement