২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

অ স্ট্রি য়া র রূ প ক থা   সিংহ, সারস ও পিঁপড়ার দামি উপহার

-

(গত দিনের পর)
এবার তাহলে বিদায় জানাই তোমায়। টা টা।
সবাইকে বিদায় জানিয়ে পথে নামে হ্যান্স। অনেক অনেক দূর যেতে হবে তাকে। কোথায় কিভাবে যাবে, কিচ্ছু জানা নেই তার।

হ্যান্স বনের পথ ধরে এগোতে থাকে। ঘন অরণ্য ক্রমেই পাতলা হয়ে আসছে। হয়তো সামনে কোনো লোকালয় থাকতে পারে। ভাবে সে, বেশ হয় তাহলে। ভাগ্যের দরজা খুলে গেলেও যেতে পারে। কে জানে তার জন্য ভালো না মন্দ, কোন ভবিষ্যৎ অপেক্ষা করে আছে।
হ্যান্সের অনুমানই সঠিক। বন পার হয়েছে সে। দেখতে পায়, অদূরে একটা শহরের আভাস। ঝকমকে সব বাড়িঘর চোখে পড়ছে। ধীরপায়ে সে ওই শহরের দিকে এগোতে থাকে। সে দেখে, সব বাড়িঘরেই কালো পতাকা উড়ছে। কোনো শোকের চিহ্ন এসব। রাস্তাঘাটে মানুষজন যারা আছে, সবার পোশাকই কালো। এটি বেশ অস্বাভাবিক। কী ব্যাপার। এর কারণ কী? জানতে ভীষণ কৌতূহল হয় হ্যান্সের। লোকজনকে জিজ্ঞেস করলেই জানা যাবে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement