২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জানা-অজানা আমিষখেকো গাছ

-

ছোট্ট বন্ধুরা,

তোমাদের জানা আছে, প্রাণী চলাচল করতে পারে, গাছ তা পারে না। এটা সাধারণভাবে ঠিক। কিন্তু এমন অনেক জীব আছে যারা প্রাণীর মতো চলাফেরা করতে পারলেও অন্য সব দিক দিয়ে এরা গাছের মতো। ডায়াটম এই জাতের প্রাণী।
সি-স্কোয়ার্ট নামে এক ধরনের প্রাণী আছে, যার কোষের দেয়াল গাছের মতো সেলুলোজ দিয়ে তৈরী। এরা কিন্তু আমিষখেকো। এমনকি যেগুলো পুরোপুরি গাছই, সেগুলোর মধ্যেও আমিষখেকো আছে। যেমনÑ কলসিগাছ। এবার ছবি দেখো।

 


আরো সংবাদ



premium cement