২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
জানা-অজানা

পোতালা প্রাসাদ

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো চীনের তিব্বতের নাম শুনেছ। এ প্রদেশের রাজধানী লাসায় মারপোরি পর্বতে এক আশ্চর্যজনক প্রাসাদ আছে। এটি ‘পোতালা প্রাসাদ’ নামে পরিচিত। চতুর্দশ দালাই লামা পর্যন্ত ওটাই ছিল দালাই লামাদের প্রধান বাসভবন। ১৯৫৯ সালে তারা ওখান থেকে চলে যাওয়ার পর সেটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাসাদটি উত্তর-দক্ষিণে ৪০০ মিটার ও পূর্ব-পশ্চিমে ৩৫০ মিটার। প্রাসাদের দেয়ালগুলো ৩ মিটার পুরু। ১৩ তলার সে প্রাসাদটিতে ১ হাজারেরও বেশি কক্ষ রয়েছে। প্রায় ২ লাখ মূর্তি দিয়ে প্রাসাদটি সাজানো। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৭০০ মিটার ও মাটি থেকে প্রায় ৩০০ মিটার উঁচুতে পর্বতের চূড়ায় প্রাসাদটি নির্মিত। ৬৩৭ সালে রাজা সংস্থেন গম্পো কর্তৃক প্রথম প্রাসাদটি নির্মিত হয়। তবে পঞ্চম দালাই লামা ১৬৪৫ সালে প্রাসাদটি নির্মাণে হাত দেন এবং ১৬৯৪ সালে প্রাসাদের নির্মাণকাজ শেষ হয়। ১৯৯৪ সালে প্রাসাদটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। বহু পর্যটক প্রাসাদটিকে দেখতে রোজ সেখানে যান, তবে এক দিনে সেখানে ১ হাজার ৬০০ পর্যটকের বেশি প্রবেশের অনুমতি দেয়া হয় না।

 


আরো সংবাদ



premium cement