১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অ স্ট্রি য়া র রূ প ক থা সিংহ, সারস ও পিঁপড়ার দামি উপহার

-

হ্যান্স নামের এক তরুণ ছিল অস্ট্রিয়ায়। তাকে নিয়েই এই জমজমাট ও মজার গল্পের বিস্তার। বাবা নেই তার। বিধবা মায়ের সাথে থাকে সে। ভাই-বোন নেই কোনো। বাড়ির অবস্থা বিশেষ সুবিধার নয়। অভাবের সংসার। সারা বছর টানাটানি লেগেই থাকে। নুন আনতে পান্তা ফুরায় যাকে বলে। হ্যান্স কোনো কাজকর্ম করে না। দিনরাত শুয়ে-বসেই কাটায়। স্বভাবে সে একটু আলসে বটে, কিন্তু বোকা নয় মোটেও। বুদ্ধিশুদ্ধি বেশ ভালোই আছে। খুব চটপটে ছেলে সে। সংসারের যাবতীয় দায়দায়িত্ব, কঠিন বোঝা একা মায়ের ঘাড়ে। এ দিকে মায়েরও অনেক বয়স হয়েছে। আগের মতো পরিশ্রম, খাটাখাটুনি তেমন করতে পারেন না। আয়রোজগার অতি সামান্য। এ দিয়ে চলে না।
হ্যান্স একবার ঠিক করল, দেশ ভ্রমণে বের হবে। দেশ-দুনিয়ার কোথায় কী আছে, দেখার জন্য ভীষণ কৌতূহল তার। পকেটে পয়সাকড়ি নেই অবশ্য। তাতে কী! হেঁটে হেঁটেই সে অভিযানে যাবে। মাকে জানাতে আপত্তি করলেন তিনি। এ ব্যাপারে তার মত ছিল না। তিনি বললেন, আমাকে একা ফেলে বাড়ির বাইরে যাসনে বাবা। তুই ছাড়া আমার আপনজন বলতে তো কেউ নেই আর। তা ছাড়া, কোথায় কখন কোন বিপদে পড়বি, বলা যায় না। তার চেয়ে বাড়িতেই থাক। কোনো কাজকর্মের খোঁজখবর কর। (চলবে)

 


আরো সংবাদ



premium cement