১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান

-

ঊনচল্লিশ.

কেমন বোকা বোকা লাগছে মানুষগুলোকে। কী করবে বুঝে উঠতে পারছে না। ধীরে ধীরে সরে যেতে শুরু করল দরজার কাছ থেকে।
ডজনখানেক লোক, যাদেরকে জেফরির কেবিনের আগুন নেভাতে দেখেছিল সুজা, এক দৌড়ে বাইরে বেরিয়ে গেল। তাদের পিছু পিছু আরো অনেকেই বেরোনো শুরু করল।
‘চলো, আমরাও যাই,’ রেজাকে বলল সুজা।
জনতার লম্বা সারিতে একটা ফাঁক দেখে তার মধ্যে নিজেদের ঢুকিয়ে নিলো ওরা। মনে হলো সারিটা আটকে গেছে। আগেও যায় না, পিছেও যায় না। তারপর আচমকা স্রোতের ধাক্কায় কুটোর মতো বেরিয়ে চলে এলো সরু দরজাটা দিয়ে। ঠাণ্ডা বাতাসে দম নিতে লাগল হাঁ করে।
এমনিতে বাইরের বাতাস তাজাই থাকে, তবে এখন পুরোপুরি তাজা বলা যাবে না। ধূসর ধোঁয়ার চাদর ছড়িয়ে পড়েছে। কোনখানে ওই ধোঁয়ার উৎপত্তি, বুঝতে সময় লাগল না।
‘হায় হায়, আমার দোকান!’ চিৎকার করে উঠলেন লূক স্টার্লিং। ‘আমার দোকানে আগুন লেগেছে।’
( শেষ )


আরো সংবাদ



premium cement